প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় মারমা মহিলা ঐক্য পরিষদের কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১১টায় চৌংড়াছড়ি হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চেংঞাং মারমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কংজপ্রু মারমা, বঙ্গমিত্র চাকমা, মহালছড়ি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুভায়ন খীসা, মংচোপ্রু মারমা, জেলা মহিলা সমিতির নেত্রী ববি মারমা, মারমা ঐক্য পরিষদ মহালছড়ি উপজেলা শাখার সভাপতি মংনু মারমা, শিক্ষক উনুমং মারমা, এবং মুবাছড়ি মৌজার হেডম্যান খ্যাচিং চৌধুরী। এছাড়া, মহালছড়ি উপজেলা মহিলা বিএনপির সভাপতি মণি বেগমসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৫০০ নারী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি ম্রাসাথোয়াই মারমা তার বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রামে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর মধ্যে মারমা নারীরা অন্যতম। তাদের উন্নয়ন ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার জন্য প্রতিটি গ্রামে সমিতি গঠন করা প্রয়োজন। ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমে নারীরা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি বলেন, অতীতে ফ্যাসিবাদী সরকার নারীদের বিভিন্নভাবে বঞ্চিত করেছে, তবে পিছিয়ে থাকার সময় শেষ। এখন প্রতিটি মারমা গ্রামে নারীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে ১০১ সদস্য বিশিষ্ট মহালছড়ি উপজেলা মারমা মহিলা ঐক্য পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে চেংঞাং মারমাকে সভাপতি, সাউমা মারমাকে সাধারণ সম্পাদক এবং এনুচিং মারমাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
আপনার মতামত লিখুন :