ছানোয়ার হোসেন : খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত এসব পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বন্যাদুর্গত এলাকায় নৌকাযোগে গিয়ে ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান, থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সুমন মিয়া এবং উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ত্রাণ সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ ও শুকনো খাবারসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। আকস্মিক বন্যায় ঘরবাড়ি ডুবে যাওয়ায় এসব সহায়তা পেয়ে স্বস্তি ফিরে পেয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
স্থানীয়দের ভাষ্যমতে, নৌকায় করে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ায় তারা বিশেষভাবে উপকৃত হয়েছেন। তাদের মতে, আকস্মিক এই সহায়তা বন্যার্তদের জন্য আশীর্বাদস্বরূপ।
উল্লেখ্য, কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মহালছড়ির চট্টগ্রাম পাড়া, ব্রিজপাড়া, মনাটাকে পাড়াসহ বিভিন্ন গ্রাম এখনও প্লাবিত রয়েছে। দ্রুত পুনর্বাসন ও দীর্ঘমেয়াদি সহায়তার জন্য প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
আপনার মতামত লিখুন :