মোঃ ছানোয়ার হোসেন : মহালছড়িতে উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। ২৫ আগস্ট সোমবার এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার এবং মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান।
এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যরা, উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
টুর্নামেন্টে উপজেলার চারটি ইউনিয়ন দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে প্রথম খেলায় মহালছড়ি সদর ইউনিয়ন দল ৩-১ গোলে ক্যায়াংঘাট ইউনিয়ন দলকে পরাজিত করে। অপর খেলায় মুবাছড়ি ইউনিয়ন দল ২-১ গোলে মাইসছড়ি ইউনিয়ন দলকে হারিয়ে জয় লাভ করে। আগামী ২৯ আগস্ট বিকেল ৩টায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে মুখোমুখি হবে মুবাছড়ি ইউনিয়ন দল ও মহালছড়ি সদর ইউনিয়ন দল। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, “খেলাধুলা মানুষের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ সমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। জেলা প্রশাসন সবসময় খেলাধুলা ও সুস্থ বিনোদনের পাশে থাকবে।”
খেলোয়াড়দের প্রাণচাঞ্চল্য, দর্শকদের উচ্ছ্বাস এবং ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে মহালছড়ি উপজেলা স্টেডিয়াম পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবমুখর মিলনমেলায়।
আপনার মতামত লিখুন :