মহালছড়ি সেনা জোনের উদ্যোগে দরিদ্র মাঝিকে নৌকা প্রদান


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৪, ৭:১৬ অপরাহ্ন /
মহালছড়ি সেনা জোনের উদ্যোগে দরিদ্র মাঝিকে নৌকা প্রদান

প্রতিনিধি : খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোনের উদ্যোগে কেয়াংঘাট এলাকার দরিদ্র মাঝি কোরবান আলীকে একটি নতুন নৌকা প্রদান করা হয়েছে।

২২ ডিসেম্বর কেয়াংঘাটের ভান্ডারী ঘাটে চেঙ্গী নদী পারাপারের সুবিধার্থে এ নৌকা প্রদান করা হয়। প্রতিদিন এই ঘাট দিয়ে কেয়াংঘাট, সাতগড়িয়া ও রাঙ্গাপানিছড়া এলাকার প্রায় ৩-৪ শতাধিক সাধারণ জনগণ এবং ছাত্র-ছাত্রী মহালছড়ি, খাগড়াছড়ি, মাইসছড়ি বাজার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে।

সেনা জোনের এ উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াত এবং অর্থনৈতিক কার্যক্রমকে সহজতর করবে। একইসঙ্গে দরিদ্র মাঝির আর্থিক সক্ষমতা বৃদ্ধিতেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন নৌকা পেয়ে মাঝি কোরবান আলী অত্যন্ত খুশি এবং সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, পুরনো নৌকাটি নষ্ট হয়ে যাওয়ায় যাত্রী পারাপারে সমস্যা হচ্ছিল। এই নতুন নৌকার মাধ্যমে তিনি তার পরিবার চালানোর পাশাপাশি স্থানীয় জনগণের সেবায় আরও ভূমিকা রাখতে পারবেন।

এটি একটি প্রশংসনীয় উদ্যোগ, যা জনকল্যাণে উল্লেখযোগ্য অবদান রাখবে।