ছানোয়ার হোসেন,মহালছড়ি :খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ (মঙ্গলবার) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত) সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেহ্ আহম্মেদ, মহালছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নৃশংস গণহত্যা চালিয়েছিল, যা ইতিহাসের এক কালো অধ্যায়। এই দিনটিকে স্মরণ করে স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান বক্তারা।
আপনার মতামত লিখুন :