প্রতিনিধি : ভারী বৃষ্টিপাতে খাগড়াছড়ির নিচু এলাকাগুলো বন্যায় প্লাবিত হয়ে পানিবন্ধী হয়ে পড়েছে অসংখ্য মানুষ। বন্যা দুর্গত এসব মানুষের মাঝে ত্রান বিতরণ করেছেন মহালছড়ি জোনের অধীন ভূয়াছড়ি সাব জোন।
খাগড়াছড়ি সদরের কমলছড়ি এলাকার চেঙ্গী নদীর পাশ্ববর্তী কালির দোকান, বেতছড়ি মার্মা পাড়াসহ নিচু এলাকার অসংখ্য মানুষের ঘর-বাড়ি বন্যার পানিতে প্লাবিত হযেছে। মহালছড়ি জোন অধিনায়কের নির্দেশনায় ভূয়াছড়ি সাব জোনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সম্প্রদায়ের ২ শতাধিক লোকজনের মাঝে সাদা ভাত, মিক্স সবজিসহ বিভিন্ন ধরনের খাবার বিতরণ করেন।
বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ের সকল সম্প্রদায়ের শান্তি সম্প্রতি উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে থাকে এবং জনগণের জান- মালের নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সকল পরিস্থিতি নিরসনের জন্য তারা সব সময় নিবেদিত প্রাণ। জনসাধারণের জীবনের প্রতিটা পরতে পরতে তারা জীবনবাজী রেখে নির্লসভাবে কাজ করে থাকে।
আপনার মতামত লিখুন :