প্রতিনিধি : আসন্ন তীর্থমুখ বা পৌষ সংক্রান্তী মেলায় স্থানীয় জনগণের অবৈধ গমনাগমন রোধকল্পে পূর্ব প্রস্তুতি হিসেবে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ব্যাটালিয়ন ৩ বিজিবি একটি মতবিনিময় সভার আয়োজন করেছে।
৩১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার লোগাং জোন সদর দপ্তরে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সাংবাদিক, হেডম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া সভায় বলেন, প্রতিবছরের মতো এবারও তীর্থমুখ মেলায় গমনের আগ্রহ থাকলেও জনগণকে অবৈধ পথে যাওয়ার বিষয়ে নিরুৎসাহিত করা জরুরি।
তিনি আরও বলেন, তীর্থমুখ মেলা ঘিরে অবৈধ গমনাগমন, মাদক চোরাচালান, অস্ত্র ও গোলাবারুদ পাচার, নারী ও শিশু পাচারসহ যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে সবার সহযোগিতা প্রয়োজন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় লে. কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া আরও জানান, পানছড়ি উপজেলার সীমান্ত এলাকায় এবং সম্ভাব্য অবৈধ গমনাগমনের স্থানে বিজিবি সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি চালাচ্ছে। সীমান্তে শান্তি বজায় রাখতে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিজিবি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে তিনি আশ্বস্ত করেন।
আপনার মতামত লিখুন :