বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাঙ্গামাটি জেলার পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি


admin প্রকাশের সময় : জানুয়ারি ১, ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন /
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাঙ্গামাটি জেলার পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি

রাঙ্গামাটি প্রতিনিধিঃ

 

অদ্য (১ জানুয়ারি) বুধবার সকালে গণমাধ্যমে প্রেস বিবৃতির মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাঙ্গামাটির আন্দোলনকারীরা স্পষ্ট বিবৃতির মাধ্যমে জানাচ্ছে যে, ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টা ও হাজারো শিক্ষার্থীদের আত্মত্যাগের মাধ্যমে গত ৫ আগস্ট আমরা আমাদের হারানো স্বাধীনতা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। পার্বত্য অঞ্চলের বিশেষ অবস্থান এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ও সামাজিক কাঠামোর কারণে এখানকার শিক্ষার্থীরা প্রথম থেকেই এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এখনও সেই ঐক্য ও তৎপরতা বজায় রেখেই আমরা এগিয়ে চলছি। রাঙ্গামাটির মাটিতে আন্দোলন করতে গিয়ে আমাদের সহযোদ্ধারা নানা সময়ে আক্রমণ ও নিগ্রহের শিকার হয়েছে। কিন্তু আমরা একত্রিত থেকে, আলাপ-আলোচনার ভিত্তিতে এই সকল প্রতিবন্ধকতাকে অতিক্রম করে এসেছি। ছাত্র-জনতার এই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা আমাদের প্রাথমিক লক্ষ্য অর্জন করেছি। এখন সময় দেশ ও জাতি গঠনে নিজেদের নিয়োজিত করার। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা আমাদের মধ্যে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। আমরা লক্ষ্য করছি, সম্প্রতি দুয়েকজন ছাত্র রাজনৈতিক দলের সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আন্দোলনের মূল আদর্শকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

 

স্থানীয় সরকার সংস্কার কমিশন কর্তৃক রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং আঞ্চলিক ব্যাক্তিবর্গ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাঙ্গামাটির কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ না জানিয়ে একপাক্ষিকভাবে আলোচনায় বসার কারণ জানতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আমরা অবস্থান করি। একপর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহযোদ্ধা এবং স্থানীয় সরকারের সম্মানিত সদস্য মিনহাজ মুরশীদ সামনে এগিয়ে এসে আমাদের কথা শুনতে চান। উক্ত সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আদর্শ পরিপন্থী দুই-একজন ব্যাক্তি মিনহাজ মুরশীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করার মতো নিন্দনীয় ঘটনা ঘটিয়েছে। এ ঘটনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীতি ও আদর্শের সম্পূর্ণ পরিপন্থী।

 

এছাড়াও, একই ব্যক্তিরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারী সহযোদ্ধাদের সঙ্গে অবমাননাকর ও অসম্মানজনক আচরণ করেছে, যা আমাদের আন্দোলনকারী নারীদের জন্য চরম অপমানজনক। আমাদের আন্দোলন সবসময় নারীদের মর্যাদা রক্ষার পক্ষে এবং এই ধরনের আচরণকে কঠোরভাবে নিন্দা করে।

 

আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাঙ্গামাটির সদস্যরা স্পষ্টভাবে বলতে চাই, উক্ত গুটিকয়েক রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের দ্বারা রাঙ্গামাটিতে কোনো প্রকার অনৈতিক কর্মকান্ড সংগঠিত হলে তার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাঙ্গামাটি কোনোভাবেই দায়বদ্ধ থাকবে না।