বিকল্প কর্মসংস্থানের জন্য জেলেদের মাঝে ছাগল বিতরণ


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ৮:০৭ অপরাহ্ন /
বিকল্প কর্মসংস্থানের জন্য জেলেদের মাঝে ছাগল বিতরণ

প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতে মৎস্য অধিদপ্তরের আওতাধীন “পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের” অধীনে ছাগল বিতরণ করা হয়েছে।
২৩ ফেব্রুয়ারি রবিবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলা প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়।

এই কর্মসূচির আওতায় মোট ২৫ জন দরিদ্র জেলের মধ্যে প্রথম ধাপে ১২ জনকে চারটি করে মোট ৪৮টি ছাগল প্রদান করা হয়। বাকি ১৩ জন জেলের মাঝে পরবর্তী ধাপে ছাগল বিতরণ করা হবে।

সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমা জানান, জেলেদের জীবনযাত্রার মানোন্নয়নে বিকল্প কর্মসংস্থান হিসেবে ছাগল পালন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে মাছ ধরার অনুপযুক্ত মৌসুমে তারা যেন ছাগল পালনের মাধ্যমে আয়-রোজগারের সুযোগ পান, সে লক্ষ্যেই এ উদ্যোগ।

ছাগল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জেলেরা বলেন, “আমরা প্রতিদিন মাছ ধরে জীবন চালাই, কিন্তু শীতকাল ও বসন্তকালে তেমন কাজ না থাকায় আমাদের আয়ের সংকট দেখা দেয়। আজ চারটি করে ছাগল পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি এবং আনন্দিত।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য বঙ্গমিত্র চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. রাজু আহম্মেদ, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক শরৎ কুমার ত্রিপুরাসহ অন্যান্য কর্মকর্তারা।