মো সোহেল রানা : সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক কাজেও এগিয়ে এসেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। দীঘিনালার বাবুছড়া এলাকায় ৭ বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯টায় বাবুছড়া হেলিপ্যাড মাঠে এ সেবার উদ্বোধন করেন ৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. রেজাউর রহমান, পিএসসি। উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক এডি মো. হুমায়ুন করিম। চিকিৎসা সেবা দেন ৭ বিজিবির মেডিকেল অফিসার মেজর সুহিল ইবনে আজম।
এ সময় অধিনায়ক বলেন, “দূর্গম পাহাড়ি অঞ্চলে সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি মানুষের পাশে দাঁড়াচ্ছে। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গরীব ও অসহায় মানুষ উপকৃত হচ্ছে।”
প্রায় ৩০০ জনের বেশি রোগী এদিন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন।
চিকিৎসা নিতে আসা সুভাতন চাকমা (৬৮) বলেন, “বিজিবির চিকিৎসা ভালো, ঔষধও দিয়েছে। অনেক উপকার হয়েছে।” একইভাবে মঙ্গল চাকমা (৭০) বলেন, “টাকার অভাবে চিকিৎসা নিতে পারছিলাম না, এখানে বিনামূল্যে চিকিৎসা পেয়েছি।”
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :