বন্যাা দুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি রিজিয়ন


admin প্রকাশের সময় : আগস্ট ২৩, ২০২৪, ৪:৪৯ অপরাহ্ন /
বন্যাা দুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি রিজিয়ন

 

প্রতিনিধি :বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন । টানা বৃষ্টিতে খাগড়াছড়ির বন্যার পরিস্থিতি চরম অবনতি হওয়ায় হাজার হাজার পরিবারের স্বাভাবিক জীবন যাপনে বিঘ্ন ঘটছে । বন্যা কবলিতদের মানবিক সহায়তায়   প্রদান করছে বাংলাদেশ সেনা বাহিনী । ২৩ আগস্ট শুক্রবার সকাল থেকে জেলা সদরের গঞ্জপাড়াসহ বিভিন্ন এলাকায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান বলেন, ‘‘যতদিন পর্যন্ত বন্যার পরিস্থিতি স্বাভাবিক হবে না,ততদিন পর্যন্ত খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে শুকনো কাবার, ত্রাণ ও বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম চলমান থাকবে ।
খাদ্যসামগ্রী বিতরণ কালে খাগড়াছড়ি রিজিয়নের বিএম মেজর সাদাত রহমান,ক্যাপ্টেন গালিব বিন সাইফসহ অন্যান্য কর্মকর্তাও সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।