ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় যাচাইয়ের দাবিতে গুইমারায় পর্দানশীন নারীদের মানববন্ধন


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৪, ২০২৫, ১:২৩ অপরাহ্ন /
ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় যাচাইয়ের দাবিতে গুইমারায় পর্দানশীন নারীদের মানববন্ধন

 

মোঃ আবদুল আলী : 

চেহারার সাথে ছবি মিলিয়ে নয়, বরং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় যাচাইয়ের দাবি এবং পর্দানশীন নারীদের নাগরিকত্ব থেকে বঞ্চিত রাখার প্রতিবাদে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাতীমুড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের হাতীমুড়া বাজারে “খাগড়াছড়ি জেলা পর্দানশীন নারী সমাজ” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে শতাধিক নারী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “শুধুমাত্র পর্দা পালনের কারণে পর্দানশীন নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। বিগত ১৬ বছর ধরে অসংখ্য পর্দানশীন নারী নাগরিকত্ব থেকে বঞ্চিত রয়েছেন, পাশাপাশি শিক্ষার ক্ষেত্রেও তাদের বঞ্চিত করা হচ্ছে। পরিচয় যাচাইয়ের জন্য জোরপূর্বক বেগানা পুরুষদের সামনে মুখ খুলতে বাধ্য করা হচ্ছে, যা তাদের ব্যক্তিগত অধিকার লঙ্ঘন করছে।” তারা চেহারার পরিবর্তে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় যাচাইয়ের দাবি জানান।

বক্তারা আরও বলেন, “মুখচ্ছবির অজুহাতে পর্দানশীন নারীদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যেন, পর্দানশীন নারীরা বেপর্দা না হলে শিক্ষা লাভ করতে পারবে না। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। পর্দা করার কারণে নারীদের প্রতি বৈষম্য বন্ধ করা হোক।”

তারা আরও দাবি জানান, যারা বিগত ১৬ বছর ধরে পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখেছেন, তাদের আইনের আওতায় আনতে হবে। ধর্মীয় স্বাধীনতা ও গোপনীয়তার অধিকার নিশ্চিত করে দ্রুত এনআইডি প্রদান করতে হবে। পরিচয় শনাক্তকরণে পুরোনো ছবি-ভিত্তিক পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে। পাশাপাশি, পর্দানশীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের সময় শুধুমাত্র নারী সহকারী নিয়োগ নিশ্চিত করতে হবে।

মানববন্ধন শেষে পর্দানশীন নারীরা জেলা নির্বাচন কমিশনারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ও জেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।