প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা


admin প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৪, ৯:৩৯ অপরাহ্ন /
প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা

 

দীর্ঘ তিন মাস বর্ষাবাস শেষে শান্তির বার্তা নিয়ে আমাদের দুয়ারে হাজির মহান প্রবারণা পূর্ণিমা।
প্রতি বছর এ উপলক্ষ্যে মাসব্যাপী মহা সমারোহে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে প্রায় প্রতিটি বৌদ্ধ মন্দিরে পালিত হয় দান শ্রেষ্ঠ কঠিন চীবর দান অনুষ্ঠান। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে উল্লেখ করতে হচ্ছে যে, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে এ বছর কঠিন চীবর দান অনুষ্ঠানাদি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন আমাদের পার্বত্য এলাকার পূজনীয় ভিক্ষু সমাজ। সাধারণ ধর্মানুরাগী বৌদ্ধ সমাজও তাদের সাথে একাত্মতা পোষণ করায় পালিত হচ্ছে না কঠিন চীবর দান অনুষ্ঠান। তথাপি ধর্ম বা ধর্ম পালন তো আর বিরত থাকা সম্ভব নয়। তাই যার যার অবস্থান থেকে সীমিত পরিসরে হলেও শুভ প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন করবেন এই প্রত্যাশা আমাদের।
সর্বোপরি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে মানবাধিকার সংগঠন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ও খাগড়াছড়ি জেলা শাখার পক্ষ থেকে শুভ প্রভারণা পূর্ণিমা উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা ও সাধুবাদ জ্ঞাপন করছি।
“জগতের সকল প্রাণী সুখী হউক”

 

অংচিংনু মারমা
কেন্দ্রীয় সমন্বয়ক
(পার্বত্য চট্টগ্রাম-খাগড়াছড়ি,রাঙামাটি, বান্দরবান)
ও সভাপতি, খাগড়াছড়ি জেলা কমিটি
Combined Human Rights World.