প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন


admin প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৪, ৮:৩০ অপরাহ্ন /
প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

চাইথোয়াই মারমা : প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আলেম-ওলামাদের জঙ্গি তকমা দেওয়া এবং পার্বত্যাঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উসকানিদাতা প্রথম আলো ও ডেইলি স্টার এই দুই পত্রিকাকে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম শান্তিকামী জনতা। ১লা নভেম্বর শুক্রবার বাদ জুমা খাগড়াছড়ির প্রাণ কেন্দ্র শাপলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্রজনতার আন্দোলনের পর থেকে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পার্বত্য চট্টগ্রামে নানান ষড়যন্ত্রমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।
একই সাথে আলেম-ওলামাদের জঙ্গি তকমা দেয়া দুই পত্রিকাকে নিষিদ্ধের দাবি তুলে সমসাময়িক বিষয়ে পার্বত্য চট্টগ্রামকে নিয়ে নীলনকশা বাস্তবায়নকারী দুই মিডিয়াকে নিষিদ্ধের দাবি জানান।
পার্বত্য চট্টগ্রাম শান্তিকামী জনতার আহ্বায়ক মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে ইসলামি রেঁনেসার মুখপাত্র মো: ইব্রাহিম খলিল,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক মো: রাকিব মনি ইফতি এতে বক্তব্য রাখেন।