চাইথোয়াই মারমা : খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেছেন, “যথার্থ উপযোগী পরিবেশ তৈরি করতে পারলে প্রতিবন্ধীরা দেশের সম্পদে পরিণত হবে’’। ৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় অফিসার্স ক্লাবে জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা আরো বলেন, “প্রতিবন্ধীরা নানা সমস্যায় জর্জরিত থাকে। তাদের বোঝা হিসেবে দেখার পরিবর্তে সহযোগিতা করা অত্যন্ত প্রয়োজন। প্রতিবন্ধীরা অসহায় জীবনযাপন করে, তাই দেশের বিত্তবানদের উচিত তাদের পাশে দাঁড়ানো।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু আব্দুল্লাহ মো. ওয়ালী উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: পার্বত্য জেলা পরিষদের সদস্য ও আহ্বায়ক সাথোইপ্রু মারমা, মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান প্রমূখ।
অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (উপসচিব) টিটন খীসাসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো: শাহজাহান।
এ সময় বিভিন্ন এলাকার প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এর আগে দিবসটি উপলক্ষে পৌরসভার টাউন হল প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট বিল্ডিংস্থ অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়।
এই আয়োজনের মাধ্যমে প্রতিবন্ধীদের কল্যাণে সচেতনতা বৃদ্ধি ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।
আপনার মতামত লিখুন :