পৌষ সংক্রান্তী মেলায় ভারত সীমান্ত অতিক্রম না করার আহ্বান জানিয়েছে বিজিবি


admin প্রকাশের সময় : জানুয়ারি ৮, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন /
পৌষ সংক্রান্তী মেলায় ভারত সীমান্ত অতিক্রম না করার আহ্বান জানিয়েছে বিজিবি

 

শাহজাহান কবির সাজু: আসন্ন তীর্থমুখ ও পৌষ সংক্রান্তী মেলার নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে বিজিবি শীতবস্ত্র বিতরণ করেছে। এ উপলক্ষে ৭ জানুয়ারি মঙ্গলবার পানছড়ি উপজেলার রুপসেনপাড়ার সীমানাপাড়া এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভার আয়োজন করে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।

তিনি বলেন, “অবৈধভাবে সীমান্ত পার হয়ে তীর্থমুখ ও পৌষ সংক্রান্তী মেলায় যাওয়া যাবে না। সেখানে গোলাগুলি বা জীবননাশের ঘটনা ঘটতে পারে। আমাদের নৈতিক দায়িত্ব আপনাদের সতর্ক করা। আমরা চাই না আমাদের দেশের কোনো নিরীহ মানুষ মেলায় অংশগ্রহণ করতে গিয়ে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে মৃত্যুবরণ করুক। আমরা পূর্ব থেকেই এ ব্যাপারে সতর্ক করে যাচ্ছি। আশা করছি বিষয়টি আপনারা সকলের কাছে প্রচার করবেন।”

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কামরান কবির উদ্দিন।

পৌষ সংক্রান্তী মেলার আলোচনা শেষে এলাকার শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এলাকার কার্বারী শান্তি বিকাশ চাকমা জানান, বিজিবি আমাদের এলাকায় এসে শীতবস্ত্র প্রদান করেছে। এলাকাবাসীর পক্ষ থেকে বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

“বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই বিশ্বাসকে ধারণ করে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজিবি আশ্বস্ত করেছে।