পুষ্টি ও অর্থনীতির উন্নয়নে নাইক্ষ্যংছড়িতে পোনামাছ অবমুক্ত কর্মসূচি


admin প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৫, ২:২০ অপরাহ্ন /
পুষ্টি ও অর্থনীতির উন্নয়নে নাইক্ষ্যংছড়িতে পোনামাছ অবমুক্ত কর্মসূচি

মোহাম্মদ ইউনুছ নাইক্ষ্যংছড়ি : পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মৎস্য চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অভ্যন্তরীণ উন্মুক্ত জলাভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত কার্যক্রম পরিচালিত হয়েছে। ২৬ আগস্ট মঙ্গলবার উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ২৯টি জলাশয়ে ২২০ কেজি কার্প জাতীয় মাছের পোনা (আকার ১০-১৫ সেমি) অবমুক্ত করা হয়। এ কর্মসূচি বাস্তবায়িত হয় ২০২৫-২৬ অর্থবছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, বিএলআরআই-এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, থানার উপপরিদর্শক, বিজিবি প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস বলেন, “এই পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম মৎস্যসম্পদ বৃদ্ধি করবে। পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”