পাহাড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় কাজ করছে সেনাবাহিনী . . . ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৪, ৯:০২ অপরাহ্ন /
পাহাড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় কাজ করছে সেনাবাহিনী . . . ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান

প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি এবং শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। পাহাড়ে বসবাসরত বিভিন্ন ধর্ম, বর্ণ এবং সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য স্থাপন করাই তাদের মূল লক্ষ্য।
২৮ ডিসেম্বর শনিবার খাগড়াছড়ির য়ংড বৌদ্ধ বিহারে সংঘদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান। তিনি বলেন, “পাহাড়ের শান্তি বজায় রাখতে সকলের পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন। ভিক্ষুগণ এ অঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে থাকেন। সেনাবাহিনীও একইভাবে শান্তি ও সম্প্রীতির বন্ধন রক্ষায় কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, মেজর জাবির সোবহান মিয়াঁদ, য়ংড বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ক্ষ্যামা সারা মহাথেরো এবং অন্যান্য ভিক্ষুসহ দায়ক-দায়িকারা উপস্থিত ছিলেন।