পার্বত্য চুক্তির ২৭তম বর্ষপূর্তিতে মাটিরাঙ্গা জোনের বিশেষ মানবিক সহায়তা


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৪, ৭:১২ অপরাহ্ন /
পার্বত্য চুক্তির ২৭তম বর্ষপূর্তিতে মাটিরাঙ্গা জোনের বিশেষ মানবিক সহায়তা

 

জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে পার্বত্য চুক্তির ২৭তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

২ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় মাটিরাঙ্গা জোন কর্তৃক আয়োজিত এই কর্মসূচির আওতায় কন্যা দায়গ্রস্ত এক মাকে মেয়ের ভর্তির ফি বাবদ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া কবুতরছড়া জামে মসজিদে ৫ বান্ডিল ঢেউটিন, মাটিরাঙ্গা থিয়েটারে ১টি হারমোনিয়াম, ১টি জিপসিপ, ১টি বুক শেলফ বিতরণ এবং জুন-ডিসেম্বর ২০২৪ সালের মধ্যবর্তী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ১০০টি কম্বল বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান পিএসসি।

পাশাপাশি পার্বত্য চুক্তি দিবস উপলক্ষে রিজিয়ন একাদশ ও মানিকছড়ি একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়, যা পরিচালনায় ৩৫ হাজার টাকা ব্যয় করে মাটিরাঙ্গা জোন।

মাটিরাঙ্গা জোনের তত্ত্বাবধানে বাইল্যাছড়ি স্কুলপাড়া এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়। গুইমারা সিএমএইচ-এর মেডিসিন বিশেষজ্ঞ ক্যাপ্টেন সুমাইয়া রহমান এবং মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রূপন যৌথভাবে এ সেবা প্রদান করেন। কর্মসূচিতে মোট ৬২৪ জন মানুষ, যার মধ্যে ৩৫৪ জন পাহাড়ি এবং ২৭০ জন বাঙালি নারী-পুরুষ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ পেয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল। তিনি বলেন, “পাহাড়ি ও বাঙালির মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রশংসার যোগ্য। সবাইকে এই সম্পর্ক অটুট রাখার আহ্বান জানাই। বাংলাদেশ সেনাবাহিনী মানবিক সহায়তার মাধ্যমে শুরু থেকেই মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।”

এই উদ্যোগ মাটিরাঙ্গা জোনের অধীন এলাকার জনসাধারণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং স্থানীয়দের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।