পানছড়ি লোগাং জোন কর্তৃক শীতবস্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৪, ৯:২০ অপরাহ্ন /
পানছড়ি লোগাং জোন কর্তৃক শীতবস্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ

শাহজাহান কবির সাজু : পাহাড়ের হাড়কাঁপানো শীতে অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও কোমলমতি শিশুদের জন্য ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে।
২৮ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৮টায় পানছড়ি ব্যাটালিয়নের লোগাং জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া সনখোলা হ্যালিপ্যাডে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় শেষে দুই শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
সনখোলা এলাকার গৌরিমালা চাকমা, বিদে চাকমা, সাধন কুমার চাকমা প্রমুখ জানান, লোগাং জোন সবসময় তাদের সহায়তায় এগিয়ে আসে। শীতবস্ত্র পেয়ে তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সকালে লোগাং বিজিবি ক্যাম্পে মতবিনিময়ের পর শতাধিক পরিবারের মাঝে আরও শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি, কোমলমতি শিশুদের জন্য প্রয়োজন অনুযায়ী ক্রীড়া সামগ্রীও প্রদান করা হয়, যা শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দেয়।
জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া আশ্বস্ত করেন, এলাকার শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের ধারা বজায় রাখতে বিজিবির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।