শাহজাহান কবির সাজু : পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এই কর্মসূচির আওতায় লোগাং জোনের উদ্যোগে দায়িত্বপূর্ণ এলাকার অসহায় ও দুস্থ মহিলাদের জন্য তিনটি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এছাড়া নয়টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন এবং সোলার প্যানেল দেওয়া হয়েছে। পাশাপাশি, আটজন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান এবং বিভিন্ন বিদ্যালয় ও দুধুকছড়া এলাকার সাধারণ মানুষের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় লোগাং জোন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া।
তিনি এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এবং উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন। উপকারভোগীরা এ সহায়তার জন্য লোগাং জোন (৩ বিজিবি)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :