পানছড়ি ফাতেমাতুজ জোহরা (রাঃ) মহিলা মাদ্রাসার হিফয সমাপনি ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন /
পানছড়ি ফাতেমাতুজ জোহরা (রাঃ) মহিলা মাদ্রাসার হিফয সমাপনি ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

পানছড়ি ফাতেমাতুজ জোহরা (রাঃ) মহিলা মাদ্রাসার হিফয সমাপনি ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯ ঘটিকায় মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে অনুষ্ঠানে মাওলানা খলিলুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা দলিলুর রহমান।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পানছড়ি উপজেলা জামায়াতে ইসলামী সভাপতি মো জাকির হোসেন, পানছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আফসার, সদস্য সচিব মোঃসেলিম কোম্পানি, পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যাপক আবুল কাশেম, পানছড়ি প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল্লাহ সরদার। স্বাগত বক্তব্য রাখেন আইয়ুব নগর জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ নূর মোহাম্মদ।

আলোচনায় বক্তারা বলেন, এই এলাকায় একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার আজ এ প্রতিষ্ঠান থেকে কোরআনে হাফেজা বের হচ্ছে। এই মাদ্রাসাটি দ্বীনি শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

পরিশেষে হাফেজা সানজিদা আক্তার কে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।