পানছড়ির মোহাম্মদপুর ও ইসলামপুরের বিএনপির মত বিনিময় সভা


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৪, ৪:৪৩ অপরাহ্ন /
পানছড়ির মোহাম্মদপুর ও ইসলামপুরের বিএনপির মত বিনিময় সভা

 

প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৩নং পানছড়ি ইউপির ৪নং ওয়ার্ডের মোহাম্মদপুর ও ইসলামপুর গ্রামের বিএনপি পরিবারের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজক ছিল পানছড়ি সদর ইউনিয়ন বিএনপি। ১০’সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধায় মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: হযরত আলী। উপজেলা যুবদলের আহবায়ক আবদুল মান্নানের সঞ্চালিত সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: বেলাল হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: সিরাজুল ইসলাম, সহ-সভাপতি নুরুল কায়েস শিমুল, যুগ্ন সম্পাদক তোফাজ্জল হোসেন, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম, মো: ইসমাইল, যুবদলের আহবায়ক মো: আফসারসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সকলের প্রিয় মাটি ও মানুষের নেতা ওয়াদুদ ভুইয়াকে নির্বাাচিত করে সংসদে পাঠাতে পারলে এই এলাকায় উন্নয়ন সম্ভব হবে।