পানছড়ির বাঁশরী ওয়াদুদ ফুটবলে চ্যাম্পিয়ন বিয়া বাঁশি উল্টাছড়ি ইউনিয়ন একাদশ


admin প্রকাশের সময় : জানুয়ারি ৬, ২০২৫, ৯:২৫ অপরাহ্ন /
পানছড়ির বাঁশরী ওয়াদুদ ফুটবলে চ্যাম্পিয়ন বিয়া বাঁশি উল্টাছড়ি ইউনিয়ন একাদশ

শাহজাহান কবির সাজু: পানছড়ি ফুটবল এসোসিয়েশনের আয়োজনে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ জানুয়ারি সোমবার বিকেলে পানছড়ি উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনালে বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতি মুখোমুখি হয় বিয়া বাঁশি উল্টাছড়ি ইউনিয়ন একাদশের।
বেলা দুইটা থেকেই হাজারো ফুটবলপ্রেমী খেলা উপভোগের জন্য মাঠে ভিড় জমায়। কানায় কানায় পূর্ণ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া।
বিকেল তিনটায় খেলা শুরু হয় এবং এটি ছিল অত্যন্ত উপভোগ্য। দেশি-বিদেশি ফুটবলারদের সমন্বয়ে দলগুলো দর্শকদের চমৎকার খেলা উপহার দেয়। প্রথমার্ধ গোলশূন্য ড্র থাকলেও দ্বিতীয়ার্ধে বিয়া বাঁশি উল্টাছড়ি ইউনিয়ন একাদশ তিনটি গোল করে ৩-০ ব্যবধানে বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
প্রধান অতিথি ওয়াদুদ ভুঁইয়া চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।
ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা, পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন এবং সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পানছড়ি ফুটবল এসোসিয়েশনের আহ্বায়ক শাহেদুল ইসলাম সুমন। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মো. তোফাজ্জল হোসেন।
সেরা গোলরক্ষক: শরীফ মাহমুদ ছোটন (বিয়া বাঁশি একাদশ), টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: জুবাইর ইমন। ফাইনাল পরিচালনা করেন ফিফা রেফারি বিটু রাজ বড়ুয়া। সহকারী রেফারি ছিলেন ক্যপ্রুচাই মারমা ও শুভাশীষ চাকমা। ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে ভরপুর এই টুর্নামেন্ট পানছড়িতে এক অসাধারণ উদযাপন ছিল।