মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ : পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নের পাশাপাশি মানবিক সেবায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। এর ধারাবাহিকতায় খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে এবং ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের সহযোগিতায় পানছড়ির প্রত্যন্ত অঞ্চল ছোট তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩০ আগস্ট শনিবার দিনব্যাপী এক বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। পাহাড়ি জনগোষ্ঠীসহ বিভিন্ন সম্প্রদায়ের নারী-পুরুষ এই সেবায় উপকৃত হন।
উক্ত মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মো. রাকিবুল ইসলাম (এফসিপিএস, এমসিপিএস, ডিসিপি), খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম (পিএসসি) এবং ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল। চিকিৎসা সেবা প্রদানে অংশ নেন খাগড়াছড়ি এমডিএস-এর মেজর মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান, মেজর তুফা তুনাজ্জিনা ইসলাম, জোনের আরএমও ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, ক্যাপ্টেন তাসমিয়া শফিকসহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
মেডিকেল ক্যাম্পটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে খাগড়াছড়ি জোন। খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম (পিএসসি) বলেন, “চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিত এ ধরনের উদ্যোগ নিয়ে থাকে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
এদিকে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে স্থানীয়রা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :