পানছড়িতে নবাগত জেলা প্রশাসকের শুভাগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন /
পানছড়িতে নবাগত জেলা প্রশাসকের শুভাগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পানছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এর পানছড়ি উপজেলায় শুভাগমন উপলক্ষে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার ১২ মার্চ পানছড়ি উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
এসময় বিশেষ অতিথি ছিলেন, উপ-পরিচালক, স্থানীয় সরকার, নাজমুন আরা সুলতানা, পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো: জসিম উদ্দিন।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসককে ফুল দিয়ে বরন করেন পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, সাধারন সম্পাদক মোঃ ইউছুপ আলী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, “সরকার পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রশাসনের সঙ্গে জনগণের সুসম্পর্ক ও সমন্বয় থাকলে উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।” তিনি আরও বলেন, “সুশাসন, উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠার জন্য প্রশাসনের দরজা সব সময় জনগণের জন্য উন্মুক্ত। সাধারণ মানুষের যে কোনো সমস্যার দ্রুত সমাধানে আমরা সর্বদা সচেষ্ট থাকবো।”
তিনি আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন এবং স্থানীয় উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে খোঁজখবর নেন।
আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে আলোচনা সভায় পানছড়ি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক স্থিতিশীলতা নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গনমাধ্যম কর্মীরা এলাকার চাহিদা ও সমস্যা সম্পর্কে নবাগত জেলা প্রশাসককে অবহিত করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান।
জেলা প্রশাসক এসব বিষয়ের গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
সভা শেষে জেলা প্রশাসক জনাব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি সরকারি সেবা কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
নবাগত জেলা প্রশাসকের এই সফর ও মতবিনিময় সভা পানছড়ি উপজেলায় উন্নয়ন ও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করবে বলে স্থানীয়রা আশাবাদী।