পানছড়িতে দরিদ্র জেলেদের মাঝে মৎস্য অফিসের ছাগল বিতরন


admin প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৫, ৭:১৮ অপরাহ্ন /
পানছড়িতে দরিদ্র জেলেদের মাঝে মৎস্য অফিসের ছাগল বিতরন
পানছড়ি প্রতিনিধিঃ
পানছড়িতে দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্হান কর্মসূচী উপলক্ষে পারিবারিক পর্যায়ে সহায়তা প্রদানে পানছড়ি উপজেলা মৎস্য অফিস জেলেদের মাঝে উপকরন বিতরন করেছে।
১০ মার্চ সোমবার সকাল ১১ ঘটিকায় ২০২৪-২০২৫ অর্থ বছরে মৎস্য  অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রামে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প রাঙ্গামাটিএর আওতায় দরিদ্র জেলেদের বিকল্প  কর্মসংস্হান কর্মসূচীর উপলক্ষে পারিবারিক পর্যায়ে সহায়তা প্রদানে ১৫ জন জেলেকে ছাগল ও শুকর বিতরন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরন করেন, পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।
উপজেলা মৎস্য অফিসার প্রিয় কান্তি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, প্রকল্পের সহকারী পরিচালক শরৎ কুমার ত্রিপুরা, পানছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন, বিএনপির সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী, পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উচিত মনি চাকমা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।