পানছড়িতে অসহায় পরিবারের মাঝে গৃহ পূনঃ নির্মান এর উদ্বোধন
admin
প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৫, ৩:২৫ অপরাহ্ন /
০
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়িঃ
পানছড়ির প্রত্যন্ত এলাকার অসহায় দরিদ্র পরিবারের মাঝে গৃহ পূনঃ নির্মান এর শুভ উদ্বোধন করা হয়। ২৬ এপ্রিল শনিবার সকাল ১০ টায় এ সব গৃহ পূর্ণ নির্মান এর শুভ উদ্বোধন করেন পানছড়ি সাব জোন কমান্ডার মেজর রিফাত হোসাইন। এ সময় জেলা বিএনপির সহ সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ন সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, উল্টাছড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আফছার, সদস্য সচিব মোঃ সেলিম কোম্পানি সহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গৃহ পুনঃ নির্মানের সহযোগিতা পেলেন উল্টাছড়ি ইউনিয়নের বাসিন্দা বৃদ্ধ মোঃ আব্দুল মমিন, মোঃ ইব্রাহিম ও উপজেলা বিএনপির সদস্য মৃত্যু শাহাবুদ্দিনের বিধবা স্ত্রী।
শাহাবুদ্দিনের বিধবা স্ত্রীর ঘর উদ্ভোধনের সময় উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন বলেন, জেলা বিএনপির সভাপতি, পার্বত্যাঞ্চলের মাটি ও মানুষের নেতা ওয়াদুদ ভুইয়ার নির্দেষে অসহায় দরিদ্র পরিবারের জরাজীর্ন ঘর পুনঃ নির্মান করা দেয়া হয়েছে, প্রত্যন্ত এলাকায় আমরা পর্যায়ক্রমে দরিদ্র এসকল পরিবারের মাঝে গৃহ পুনঃ নির্মান কাজ অব্যাহত রাখবো, যাতে উপার্জনহীন এসকল পরিবার শান্তিতে মাথা গোজার ঠাই পায়। এসময় তিনি গরীব অসহায় মানুষের জন্য কাজ করতে এবং এলাকার সার্বিক উন্নয়নে ভুমিকা রাখতে আগামী নির্বাচনে ওয়াদুদ ভুইয়াকে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান।
আপনার মতামত লিখুন :