পানছড়িতে ছাগল ও ভেড়ার পিপিআর টিকা প্রদান কার্যক্রম শুরু


admin প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৩, ৩:২৩ অপরাহ্ন /
পানছড়িতে ছাগল ও ভেড়ার পিপিআর টিকা প্রদান কার্যক্রম শুরু

 

শাহজাহান কবির সাজু : খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ছাগল ও ভেড়ার বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। প্রানিসম্পদ অধিদপ্তরের “পিপিআর রোগ নির্মুল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রন প্রকল্পের আওতায় এর বাস্তবায়ন করেছে পানছড়ি উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। ৩০’সেপ্টেম্বর থেকে ৯’অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলবে। ৩০’সেপ্টেম্বর শুক্রবার সকাল আটটায় টিকা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ। উপস্থিত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সমাপন চাকমা জানান, চার মাসের উর্ধ্বে সকল সুস্থ ছাগল/ভেড়াকে ১ মিলি: পরিমান টিকা চামড়ার নীচে প্রয়োগ করা হবে। উপজেলার প্রায় সাড়ে বাইশ হাজার ছাগল ও ভেড়াকে এই টিকার আওতায় আনা হবে। এই কার্যক্রমে ৫টি দল কাজ করছে। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, পানছড়ি ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা ও ওয়ার্ড সদস্য মো: ইউসুফ আলী প্রমূখ।