খাগড়াছড়ি জেলার পানছড়িতে বিক্ষোভ মিছিলও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজক ছিল উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন। রাজধানী ঢাকায় সমাবেশের নামে বিএনপি-জামাত জোট কর্তৃক পুলিশের উপর হামলা, গাড়ী ভাংচুর ও বাসে অগ্নিসংযোগসহ গনবিরোধী বিভিন্ন কার্যকলাপের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এর নেতৃত্বে ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ৩০ ’জুলাই রবিবার বিকাল ৪’টা থেকে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি পানছড়ির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশ থেকে বিএনপি-জামাত জোটকে কড়া হুশিয়ারী প্রদান করা হয়। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নিখিল চৌধুরীর সঞ্চালিত প্রতিবাদ সভা থেকে দলের সকল নেতা-কর্মীদের মাঠে থেকে বিএনপি-জামাত জোটের সকল ধরণের অপতৎপরতা রুখে দেয়ার আহবান জানানো হয়।
আপনার মতামত লিখুন :