পাইক্ষ্যংপাড়া (৩৮ ইবি) কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।


admin প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৪, ৪:৫৬ অপরাহ্ন /
পাইক্ষ্যংপাড়া (৩৮ ইবি) কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

ডেস্ক রিপোর্টঃ

আজ রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, রুমা সেনা জোন (৩৮ ই বেংগল)-এর তত্ত্বাবধানে পাইক্ষ্যংপাড়া টিওবি এলাকার দুস্থ ও অসহায় পাহাড়ি জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।

এই উদ্যোগে নেতৃত্ব দেন রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন ওমর ফারুক। তার অভিজ্ঞ মেডিক্যাল দলের সহায়তায় বিভিন্ন বয়সের মোট ৯৩ জন রোগী চিকিৎসা সেবা পান। এদের মধ্যে ছিলেন ২০ জন পুরুষ, ৪৩ জন নারী এবং ৩০ জন শিশু।

বাংলাদেশ সেনাবাহিনীর মূলমন্ত্র “শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন” সামনে রেখে এই চিকিৎসা কার্যক্রম দুর্গম এলাকার মানুষের সেবা প্রদানে তাদের অবিচল প্রতিশ্রুতির প্রতিফলন। এর মাধ্যমে সেনাবাহিনীর সুনাম আরও উজ্জ্বল হয়েছে।

দুর্গম অঞ্চলে মানুষের চাহিদা পূরণ এবং আস্থা অর্জনে বাংলাদেশ সেনাবাহিনী, বিশেষত ৩৮ ই বেংগল ইউনিট, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করা যায়।