পর্যটন শিল্পের উন্নয়নে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সুধী সমাবেশ


admin প্রকাশের সময় : আগস্ট ২, ২০২৩, ৬:১৭ অপরাহ্ন /
পর্যটন শিল্পের উন্নয়নে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সুধী সমাবেশ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :”শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি ” এই মূলনীতিকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলায় পর্যটন শিল্প উন্নয়নে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সুধী সমাবেশ করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার দুপুরের দিকে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এ সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ হাবিবুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো: নাইমুল হক।
সুধী সমাবেশে পর্যটন শিল্পের সাথে জড়িত সকল স্টেক হোল্ডাদের সমস্যার কথা গুলো শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন অতিরিক্ত আইজিপি মোঃ হাবিবুর রহমান।
এ সময় চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম, চট্টগ্রাম বিভাগের অতিরিক্তি ডিআইজি বিধান ত্রিপুরা, ঢাকা হেড কোয়াটারের টুরিস্ট পুলিশের(প্লানিং ও অপারেশন) পুলিশ সুপার সরদার নুরুল আমিন,ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি সুশীল জীবন ত্রিপুরা, হোটেল মালিক সমিতি’র সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক এস অনন্ত বিকাশ ত্রিপুরা, জেলার সকল পরিবহন মালিক সমিতি, আবাসিক হোটেল মালিক সমিতির নেতাসহ সকল স্টেক হোল্ডাররা উপস্থিত ছিলেন।