নুরুল কাদের চৌধুরীর অকাল মৃত্যুতে দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকা পরিবরের শোক প্রকাশ


admin প্রকাশের সময় : জানুয়ারি ২৮, ২০২৪, ৭:২৭ অপরাহ্ন /
নুরুল কাদের চৌধুরীর অকাল মৃত্যুতে দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকা পরিবরের শোক প্রকাশ

সড়ক দুর্ঘটনায় খাগড়াছড়ি সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নুরুল কাদের চৌধুরী মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। ২৮ জানুয়ারী রবিবার দুুপুরে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিকালের দিকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে মানিকছড়িতে তাঁর মৃত্যু হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা তানভীর হাসান জানান,‘‘বালুবাহী ট্রাক্টরের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। আহত মোটর সাইকেল আরোহী নুরুল কাদের চৌধুরীকে প্রাথমিকভাবে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে বিকেল ৫ টার দিকে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর থেকেই চালক পলাতক রয়েছে। ট্রাক্টর জব্দ করা হয়েছে’’।
নিহত নুরুল কাদের চৌধুরী পিতা আফতাব চৌধুরী। আফতার চৌধুরীর পিতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত দোস্ত মোহাম্মদ চৌধুরী ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং জেলার স্বনামধন্য ব্যক্তি।
দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকা পরিবার নুরুল কাদের চৌধুরীর অকাল মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।