নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৪, ১০:১৬ অপরাহ্ন /
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ

মোহাম্মদ ইউনুছ : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম রেজুপাড়া সীমান্ত এলাকা থেকে ৮০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে ৩৪ বিজিবি। ৮ সেপ্টেম্বর রোববার রাত সাড়ে ১০ টার দিকে ৩৪ বিজিবি এর অধিনস্থ রেজুপাড়া বিওপির বিশেষ টহল দল ফাত্তাঝিরি (বুনিয়াপাড়া)এলাকা থেকে এ সব ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় । যার আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লক্ষ টাকা।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেট গুলো ব্যাটালিয়ন সদরে জমা করা হয়। এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লে : কর্ণেল আবদুল্লাহ আল মাশরুকী বলেন, মিয়ানমার থেকে এ সব ইয়াবা বাংলাদেশ সীমানা পার হওয়ার প্রাক্কালে জব্দ করা হয়। বর্তমানে ঘুসধুমসহ সীমান্তের সবটুকু এলাকা কঠোর নজরদারীতে রয়েছে। সীমান্ত চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি জোয়ানরা সতর্ক পাহারায় রয়েছে।