নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৪, ১০:০২ অপরাহ্ন /
নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

 

মোহাম্মদ ইউনুছ : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস পালিত পালিত হয়েছে। একই দিন ৬০ শিক্ষা প্রতিষ্ঠানেও দিবসটি পালন করে। ৮ সেপ্টেম্বর রোববার সকাল ১১ টায় এ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচীত্তোর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাস্মদ জাকারিয়া। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার, নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) ত্রিরতন চাকমা বলেন, দিবসটি উপলক্ষ্যে উপজেলার প্রায় ৬০টি প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ছবি আঁকা, বিতর্ক প্রতিযোগীতা, দেশাত্মবোধক গান ও আলোচনা সভা।