নতুন ঠিকানায় ঠাঁই নিয়েছে পানছড়ির ৭৫টি পরিবার


admin প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৩, ৮:০১ অপরাহ্ন /
নতুন ঠিকানায় ঠাঁই নিয়েছে পানছড়ির ৭৫টি পরিবার

শাহজাহান কবির সাজু: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা, কেউ আর থাকবেনা গৃহহীন ও ভুমিহীন। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার নতুন করে আরো ৭৫টি পরিবার ঠাঁই নিয়েছে তাদের নতুন ঠিকানায়। এ নিয়ে উপজেলায় সর্বমোট ৭২৩টি পরিবার পেয়েছে মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ন প্রকল্পের ঘর। এ উপলক্ষে ৯’আগস্ট বুধবার সকাল থেকেই সুবিধাভোগীদের পদচারনায় মুখরিত হয় উপজেলা পরিষদ মিলনায়তন। সকাল দশটায় প্রধানমস্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের মাঝে জমির কাগজসহ ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পানছড়ি উপজেলা প্রশাসন এ উপলক্ষে সাজিয়েছিল নানান আয়োজন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, সহকারী কমিশনার (ভুমি) আহমেদ হাছান, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা প্রমুখ। অতিথিরা সুবিধাভোগীদের হাতে জমির কাগজসহ ঘরের চাবি ও গাছের চারা তুলে দেন।
স্বামীহারা অসহায় গৃহবধু আনোয়ারা, সখিনা জানালেন, ঝুপড়ির মতো ঘর বেঁধে পরের জায়গায় কোন রকম বসবাস করতাম। তাও আবার অস্থায়ী। মনে চিন্তা কাজ করতো কখন যে খবর আসে জায়গা ছেড়ে অন্যত্র যাওয়ার। কিন্তু সেদিন আর নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের পাকা ঘরেই এখন ঠাঁই হয়েছে। ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া সাদিয়া জানালেন আগে দাদীর বাড়িতে থাকতাম। আজ থেকে নিজের পাকা ঘরেই থাকবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছে। আমি ঘরের চারিপাশের্^ বাগান সাজাবো। সবাই যেন আমাদের বাড়ির সৌন্দর্য উপভোগে ছুটে আসে। দু:খ দুর করে মুখে হাসি ফোটানোর জন্য মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন সকলে।