মানিকছড়ি, প্রতিনিধি
দেশ ও সমাজ গঠনের পাশাপাশি মারমা জনগোষ্ঠীকে আরো ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী পরিষদ প্রধান ম্রাসাথোয়াই মারমা বলেন, মারমা জনগোষ্ঠীকে আরো বেশি সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। কেননা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে এখনও মারমা সম্প্রদায়ের প্রতিনিধির সংখ্যা খুবই কম। তাই আমাদের জাতিসত্ত্বার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ কাজ করার আহবান জানান তিনি।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে মানিকছড়ি উপজেলা টাউন হলে ‘দেশ ও সমাজ গঠনের পাশাপাশি নিজস্ব মারমা জাতিত্ত্বাকে ঐক্যবদ্ধ করার লক্ষে, সামাজিক আন্দোলনকে জোরদার করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মারমা ঐক্য পরিষদের মানিকছড়ি উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মারমা সম্প্রদায়ের লোকজন অন্যান্য জাতিসত্ত্বার তুলনায় এখনও পিছিয়ে। দেশ ও সমাজ গঠনের পাশাপাশি নিজস্ব জাতিত্ত্বাকে ঐক্যবদ্ধ করে সামাজিক আন্দোলনকে আরও জোরদার করতে হবে। তবেই মারমা জাতিগোষ্ঠী এগিয়ে যাবে, নতুবা আরো পিছিয়ে পড়বে। তাছাড়া সমিতির মাধ্যমে মারমা নারীরা পূর্বের তুলনায় অনেক বেশি ঐক্যবদ্ধ হয়েছে বলেও মন্তব্য করেন এবং তাদের কার্যক্রমের সাধুবাদ জানান।
বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার নবগঠিত কমিটির সহ-সভাপতি আব্রে মারমার সঞ্চালনায় ও সভাপতি আপ্রুসি মগ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সাধারণ সম্পাদক আম্যে মগ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা সভাপতি কুমার সুইচিংপ্রু চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ক্যজরী মারমা, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, যুব ঐক্য পরিষদের জেলা সহ-সভাপতি চিংহ্লামং মারমা, ছাত্র ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক সুইচিংহ্লা চৌধুরী প্রমূখ।
এসময় জেলা-উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের বাংলাদেশ মারমা ঐক্য, যুব ঐক্য ও ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :