বাবুছড়ায় বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরন


admin প্রকাশের সময় : আগস্ট ২৫, ২০২৪, ৮:০১ অপরাহ্ন /
বাবুছড়ায় বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরন

প্রতিনিধি :খাগড়াছড়ির দীঘিনালা বাবুছড়া ব্যাটালিয়ন ৭বিজিবি আওয়াতাধীন এলাকায় বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ২৫ আগস্ট রবিবার সেক্টর সদর দপ্তর এবং অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহামুদুল হাসান, পিএসসি’র তত্বাবধানে ৭বিজিবি’র আওতায় বাবুছড়া ইউনিয়নের ধনপাতা ছড়া,আরান্দি ছড়া, টেক্কা ছড়া ও শীলছড়ি বিওপির পার্শ্ববর্তী দেড়শতাধিক বন্যা কবলিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহামুদুল হাসান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই বিশ্বাসকে ধারণ করে খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশের যে কোন দূর্যোগময় মুহুর্তে জনগনের পাশে থেকেছে। বর্তমান বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবি’র এই সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।