দীঘিনালায় হার পাওয়া‘র প্রশিক্ষর্থীদের মাঝে ল্যাপটপ বিতরন


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৪, ৭:১৮ অপরাহ্ন /
দীঘিনালায় হার পাওয়া‘র প্রশিক্ষর্থীদের মাঝে ল্যাপটপ বিতরন

মো: সোহেল রানা
খাগড়াছড়ি দীঘিনালায় হার পাওয়ার প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় আইটি সেবা প্রদানকারী কোর্সের দীঘিনালা উপজেলায় প্রশিক্ষনার্থীদের মাঝে ল্যাপটপ বিতরন করা হয়েছে।
সেমাবার(৩০ডিসেম্বর) দুপুরের উপজেলাঅডিটরিয়াম সম্মেলন কক্ষে হার পওয়ার প্রকল্প , তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর বাস্তবায়নে দীঘিনালা উপজেলা প্রশাসনের সহযোগীতায় হার পাওয়ার প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় ‘আইটি সেবা প্রদানকারী’ তৃতীয় পর্যায়ে ৪টি ব্যাচের ৮০ জন প্রশিক্ষণার্থী নারীকে বিনামূল্যে ল্যাপটপ প্রদান করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ । এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়া প্রত্যয় নিয়ে প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন কার্যক্রমের অংশ হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর দেশব্যাপী নারীদেরকে তথ্য প্রযুক্তি ও ফ্রিল্যান্সিংসহ উদ্ভাবনীমূলক কর্মক্ষেত্রের ব্যাপ্তি ঘটাতে প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ করছে।’
এসময় উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটাক্টর (ইউআরসি) মোহাম্মদ মাইনুদ্দিন সঞ্চালনায় ও উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্যদেন দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি মো. সোহেল রানা, উইমেন আইটি সার্ভিস প্রোপাইডার তাহমিনা আক্তার, স্বরনীকা চাকমা ও ফারজানা আক্তার লিপি প্রমূখ। এতে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সাইফ উদ্দীন বিপ্লব, উপজেলা যুব রেডক্রিসেন্ট ইউনিটের উপদেষ্টা হাসান মোর্শেদ রিফাত সহ স্থানীয় গণমান্য ও সাংবাদিক, হার পাওয়ারের প্রশিক্ষণার্থী- প্রশিক্ষক।