দীঘিনালায় সয়াবিন তেল কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ব্যবসায়িকে জরিমানা


admin প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৫, ১০:২৬ অপরাহ্ন /
দীঘিনালায় সয়াবিন তেল কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ব্যবসায়িকে জরিমানা

মো: সোহেল রানা
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় সয়াবিন তেল কৃত্রিম সংকট তৈরির কারনে এক ব্যবসায়িকে জরিমানা করেছে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মামুনুর রশীদ।
সোমবার(১০মার্চ) বিকালে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন মধ্যেবোয়খালী বাজারের মোবাইল কোর্ট পরিচালনা করে হৃদয় স্টোর নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালক স্বপন চক্রবর্তীকে সয়াবিন তেল কৃত্রিম সংকট তৈরির কারনে সয়াবিন তেলের বোতলে গায়ে লেখা নিধারিত মূল্য চেয়ে বাড়তি নেয়া অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ধারায় ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মামুনুর রশীদ বলেন, মধ্যবোয়ালখালী বাজারে হৃদয় স্টোরের মুদির দোকানে সয়াবিন তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করার অভিযোগে এবং মূল্য বেশি নেয়ার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫হাজার টাকা জরিমানা করা হয়। এবং কোন ডিলার বা ব্যবসায়িক বাজারে কোন দ্রবের কৃত্রিম সংকট তৈরি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা থানা এসআই সাংবাদিক মো : সোহেল রানা ও আল আমিন।