দীঘিনালায় সেনাবাহিনীর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ


admin প্রকাশের সময় : মার্চ ২, ২০২৫, ৪:০৩ অপরাহ্ন /
দীঘিনালায় সেনাবাহিনীর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

রমজান মাস উপলক্ষে দীঘিনালা জোনের ৪ই বেঙ্গল সেনাবাহিনীর উদ্যোগে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

২ মার্চ রবিবার সকাল সাড়ে ৯টায় মেরুং ইউনিয়নের বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইফতার সামগ্রী বিতরণ করেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারুক, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন জোনের অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট শেখ সাব্বির আহমেদ এবং সম্মানিত লেফটেন্যান্ট আব্দুল মান্নান।

ইফতার সামগ্রী পেয়ে মেরুং জুরঝুরী পাড়া আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা মোছা. কমলা বেগম (৬০) এবং বেতছড়ি পশ্চিম পাড়ার মোছা. সেফালি বেগম (৬৫) বলেন, “রমজানে ভালোভাবে ইফতার করা কষ্টকর হয়, সেনাবাহিনী আমাদের সহযোগিতা করায় আমরা উপকৃত হয়েছি।”

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারুক বলেন, “রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা সুন্দরভাবে ইফতার করতে পারেন।”