মো: জাকের হোসেন : খাগড়াছড়ির দীঘিনালায় এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মধ্যরাতে দুর্বৃত্তরা সাংবাদিক মো. সোহেল রানার অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে।
সাংবাদিক মো. সোহেল রানা দ্য ডেইলি অবজারভারের দীঘিনালা উপজেলা প্রতিনিধি এবং দৈনিক পূর্বদেশ ও আঞ্চলিক দৈনিক সবুজ পাতার দেশের বার্তা সম্পাদক হিসেবে কর্মরত। ৭ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে উপজেলার ৩নং কবাখালী ইউনিয়নের কবাখালী বাজার এলাকায় অবস্থিত তাঁর অফিস ও বাণিজ্যিক প্রতিষ্ঠান “রানা ডিজিটাল স্টুডিও”তে এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক মো. সোহেল রানা জানান, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাঁর অফিসের ক্যাশ টেবিল ও তালা ভেঙে মূল্যবান ইলেকট্রনিক ডিভাইস লুট করে নিয়ে যায়। লুট হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে—একটি ল্যাপটপ, দুটি পোর্টেবল হার্ডডিস্ক, একটি নিকন ডিএসএলআর ক্যামেরার ব্যাটারি ও মেমোরি কার্ডসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি।
তিনি আরও বলেন, “এটি শুধু একটি চুরির ঘটনা নয়, বরং আমার পেশাগত ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে আমাকে সামাজিকভাবে হেয় করার একটি অপচেষ্টা। লুট হওয়া ডিভাইসগুলোতে আমার গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল।”
এ ঘটনায় ৮ ফেব্রুয়ারি শনিবার সকালে সাংবাদিক মো. সোহেল রানা দীঘিনালা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কিছু আলামত উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ ও প্রাপ্ত আলামতের ভিত্তিতে লুট হওয়া সামগ্রী উদ্ধারে কাজ চলছে।”
এ ঘটনায় সাংবাদিক সমাজের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। দীঘিনালায় এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর ভূমিকা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :