মো: সোহেল রানা
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার ব্যবসায়ীক প্রাণকেন্দ্র বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশি ভোট গ্রহন শেষ হয়েছে। সভাপতি সুভাষ সাহা, সাধারন সম্পাদক মো: আলমগীর হোসেন, সাংগঠনিক-মো: জাহিদুল ইসলাম, কোষাধক্ষ্য আকবর আলী খোকন, দপ্তর সম্পাদক আব্দুর রহিম নির্বাহী সদস্য বিষ্ণু চক্রবর্তী নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত হয়। বায়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির নির্বাচনে ৪শত ৮৭ ভোটার মধ্যে ৪শত ৪৭ ভোট পড়েছে।
নির্বাচনী ফলাফল:
সভাপতিঃ
সুভাষ সাহা চেয়ার প্রতীকে ২১৬ভোট পেয়ে নির্বাচত হয়েছে।
নিকটতম প্রতিদন্ধী প্রার্থী মো: নুরুল আবছার মুনাফ আানারস প্রতীকে পেয়েছে ১৪০ভোট।
সাধারন সম্পাদকঃ
মো: আলমগীর হোসেন মাছ প্রতীকে ২০৩ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
নিকটতম প্রতিদন্ধী প্রার্থী মো: ইকবাল হোসেন কলস প্রতীকে পেয়েছে ১৮৪ ভোট।
সাংগঠনিক সম্পাদকঃ
মো: জাহিদুল ইসলাম বালতি প্রতীকে ২১২ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
নিকটতম প্রতিদন্ধী প্রার্থী মো: নিয়ামত হোসেন কোদাল প্রতীকে পেয়েছে ১০৬ভোট।
কোষাধক্ষ্যঃ
আকবর আলী খোকন হরিণ প্রতীকে ৩১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
নিকটতম প্রতিদন্ধী প্রার্থী অনজন কান্তি বড়ুয়া নলকূপ প্রতীকে পেয়েছে ১২০ভোট।
দপ্তর সম্পাদকঃ
আবদুর রহিম দেয়াল ঘড়ি প্রতীকে ৩২৬ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
নিকটতম প্রতিদন্ধী প্রার্থী মো: জাকির হোসেন দোয়াত কলম প্রতীকে পেয়েছে ১০৬ ভোট।
নির্বাহী সদস্যঃ
বিষ্ণু চক্রবর্তী বাই সাইকেল প্রতীকে ২৬০ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
নিকটতম প্রতিদন্ধী প্রার্থী মো: মহরম আলী ফ্যান প্রতীকে পেয়েছে ১৭৮ভোট।
প্রধান কমিশনার‘র মতামতঃ
নির্বাচন পরিচালা কমিটির প্রধান নির্বাচন কমিশনার জেসমিন চাকমা বলেন, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া বোয়ালখালী নতুন বাজার ভোট গ্রহণ শেষ হয়েছে এবং ফলাফল ঘোষনা করা হয়েছে ফলাফল সবাই মেনে নিয়েছেন।
আপনার মতামত লিখুন :