প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠনের জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বোয়ালখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে নতুন বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন এবং সিনিয়র সভাপতি মো. আবদুর রহিম। সভায় কমিটি গঠনের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জয়নাল লিডার, মো. আব্দুল আলী এবং সাংগঠনিক সম্পাদক জ্ঞান চাকমা।
আলোচনা সভার শেষে সর্বসম্মতিক্রমে মো. নুরুল হক নুরুকে সভাপতি, মো. শামসুল আলমকে সিনিয়র সহ-সভাপতি, মো. আব্দুল জলিলকে সাধারণ সম্পাদক, মো. খলিলুর রহমানকে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মো. শাহ জাহানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করে ৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সদস্যদের উপর দলীয় কার্যক্রম গতিশীল করার পাশাপাশি দলের নীতি-আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :