মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালায় একটি বেইলি ব্রিজের পাটাতন দেবে যাওয়ার কারণে দীঘিনালা-লংগদু সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯টার দিকে চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. কোরাইশীন জানিয়েছেন, কাঠবোঝাই একটি ট্রাক সেতু পার হওয়ার সময় বেইলি ব্রিজের পাটাতন ভেঙে পড়ে। তিনি জানান, সেতুটি গত বছর ভেঙে গেলে মেরামত করা হয়েছিল এবং ৫ টনের অধিক ওজনের যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে বিধি অমান্য করায় এই দুর্ঘটনা ঘটে। তিনি আরও বলেন, “বিধি অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে সেতু মেরামতের কাজ শুরু হয়েছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, বোয়ালখালী ছড়ার ওপর নির্মিত চৌমুহনী বেইলি ব্রিজের পাটাতনের নাট-বল্টু অনেক দিন ধরে নড়বড়ে অবস্থায় ছিল। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগের নজরে আনা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মঙ্গলবার সকালে ঝুঁকিপূর্ণ সেতুতে কাঠবোঝাই একটি ট্রাক উঠলে পাটাতন ভেঙে যায়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, “কাঠবোঝাই ট্রাকটি সরিয়ে ফেলা হয়েছে। বিকল্প পথে ছোট যানবাহন চলাচল করছে, তবে ভারী যান চলাচল আপাতত বন্ধ রয়েছে। মেরামতের কাজ শেষ হলে বিকেলের মধ্যে ভারী যানবাহন চলাচল স্বাভাবিক হবে।” তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
আপনার মতামত লিখুন :