সোহেল রানা : “খেলবো, লড়বো, জিতবো; শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়বো”—এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির দীঘিনালায় বিজয় দিবস ২০২৪ ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানটি ১১ ডিসেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় দীঘিনালা উপজেলা পরিষদ কমপ্লেক্সের খেলার মাঠে আয়োজিত হয়। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা ক্রীড়া কমিটির আহ্বায়ক মো. মামুনুর রশীদ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মনির আহম্মদ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দীন বিপ্লব এবং দীঘিনালা থানার ওসি মো. নুর উদ্দীন। এছাড়া উপস্থিত ছিলেন দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি ও ক্রীড়া সাংবাদিক মো. সোহেল রানা, বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. মারুফ খান।
অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ামোদী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে চারটি দল অংশগ্রহণ করে। পুরো টুর্নামেন্টে মোট ১৬টি দল নকআউট পর্বে অংশ নেবে।
বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে এই আয়োজন শান্তি, সম্প্রীতি এবং ক্রীড়ার প্রতি দীঘিনালা উপজেলার মানুষের ভালোবাসার প্রতীক।
আপনার মতামত লিখুন :