মো: সোহেল রানা
শান্তি সম্প্রীতির নামে খ্যাত খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনার কারনে অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনার বিরাজমান পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত করার লক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় সামাজিক সংগঠন, রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় সকল সম্প্রদায়ের জনগণের অংশগ্রহণে বাবুছড়া ইউনিয়ন এক শাম্তি সমাবেশ করা হয়েছে।
শনিবার(২১সেপ্টম্বর) দুপুরে বাবুছড়া ইউনিয়ন শান্তি সমাবেশ বক্তব্য দেন,৫নং বানুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু গগন বিকাশ চাকমা, দীঘিনালা চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালক, আনন্দ মোহন চাকমা, দীঘিনালা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, বাবুছড়া বাজার কমিটির সভাপতি মোঃ ওবাইদুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দীঘিনালা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শান্তি সমাবেশে বলেন, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশে বর্তমান পরিস্থিতি শান্ত রাখার লক্ষ্যে সকল নেতাকর্মীদের নিজ নিজ এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা জন্য সকল সম্প্রাদায়ের জানমাল রক্ষায় ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন।
শান্তি সমাবেশে বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা বলেন, দীঘিনালা লারমা স্কায়ারের ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনার রেশ জনমানবের মাঝে যেন আতংক ছড়িয়ে না পড়ে তাই বাবুছড়া ইউনিয়ন পাহাড়ি বাঙালি সকলে মিলে শান্তি সমাবেশ করা হয়েছে। গুজব মিথ্যা প্রচারে কান দিয়ে নিজ নিজ এলাকায় শান্তি ফিরে আনতে সকলে মিলে কাজ করতে হবে। সবচেয়ে বড় পরিচয় আমরা সবাই মানুষ। আর মানুষ মানুষের জন্য এই মন ভাব মনে ধারন করতে হবে। তাহলে আমাদের মধ্যে কোন ভেদাভেদ থাকতে পারে না।
আপনার মতামত লিখুন :