মো সোহেল রানা : খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে দীঘিনালা ক্রীড়া উন্নয়ন সংস্থার আয়োজনে উপজেলার পুরাতন হাইস্কুল মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে বোয়ালখালী রিপন স্মৃতি সংসদ একাদশ ১-০ গোলে মেরুং ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার সাবেক সংসদ সদস্য, উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা দর্শকদের মুগ্ধ করে।
আপনার মতামত লিখুন :