দীঘিনালায়  বন্যায় ক্ষতিগ্রস্থ কুষকদের মাঝে শাক-সবজির বীজ ও সার বিতরন


admin প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৪, ৫:৩৫ অপরাহ্ন /
দীঘিনালায়  বন্যায় ক্ষতিগ্রস্থ কুষকদের মাঝে শাক-সবজির বীজ ও সার বিতরন

মো: সোহেল রানা
“কৃষিই সমৃদ্ধি” কৃষিই উন্নতি ধারন করে খাগড়াছড়ি দীঘিনালায় সাম্প্রতিক চারবার অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যেশীতকালীন শাকসবজির বীজ, সার ওনগদ অর্থ সহায়তা করা হয়েছে।
বৃহস্পতিবার(৩১অক্টোবর) সকালে দীঘিনালা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে কৃষি অফিসারের কার্যালয় সামনে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচীর আওতায়-অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন শাক-সবজির বীজ, সার ওনগদ অর্থ সহায়তা প্রদান ৩য় ধাপ উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা করা হয়। উপজেলা সহকারী উদ্ভিদ সম্প্রসারন কর্মকর্তা পরেশ চাকমা‘র সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুনুর রশীদ বলেন, সাম্প্রতিক চার বার বন্যায় কৃষকদের ফসলের ব্যপক ক্ষতি হয়েছে। কৃষকদের ক্ষতি কিছুটা পুরণ করা জন্য প্রনোদনা হিসেবে ৩হাজার ২শত কৃষকে পর্যায়ক্রমে ধান বীজ, শাক-সবজি বীজ, সার ও নগদ অর্থ প্রদান করা হচ্ছে। এছাড়া দীঘিনালায় তামাক চাষ বেশি হয়। তামাক চাষ ছেড়ে যদি কোন কৃষক ধান, শাক-সবজি চাষ করে তাদেরকে সরকারি সুযোগ-সুবিধা অগ্রাধিকার দেয়া হবে। তবে তামার চাষিরদের কৃষি প্রানোদনা থেকে আওতায় আনা হবে না। তামাক চাষ ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা মূলক প্রচর প্রচারন করা হবে।
কৃষি কর্মকর্তা মো: সাহাদাত হোসেন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ ৩য় ধাপে ১৫শত কৃষকদেরকে উচ্চ ফলনশীল ৮প্রকার শাক-সবজির বীজ, ১০কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার ও নগদ ১হাজার টাকা প্রনোদনা হিসেবে প্রদান করা হয়েছে। কৃষি উপ-সহাকরী কর্মকর্তা পরামর্শ নিয়ে এই উচ্চ ফলনশীল শাক-সবজির বীজগুলো রোপন করতে হবে। তাহলে ভাল ফলন হবে। এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা প্রেসক্লাব‘র সভাপতি ও দীঘিনালা পল্লী উন্নয়ন‘র চেয়ারম্যান মো: সোহল রানা, কৃষি উপসহকারী অফিসার সুপন চাকমা প্রমূখ।