মো: সোহেল রানা
খাগড়াছড়ি দীঘিনালায় পাহাড় কাঁটার অভিযোগে জমির মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দেড় লক্ষ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের সুধীর মেম্বার পাড়া ৮নং ওযার্ডের বাসিন্দা বিষ্ণু চক্রবর্তী নামে এক ব্যাক্তিকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ বালু মহল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর ১৫ধারায় ১লক্ষ ৫০হাজার টাকা অর্থদন্ড করা করেন।
অভিযুক্ত ব্যক্তি উপজেলার ২নং বোয়ালখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সুধীর মেম্বার পাড়া এলাকার বাসিন্দা মৃত দয়াল চক্রবর্তীর ছেলে বিষ্ণু চক্রবর্তী।
এই বিষয়ে জানতে চাইলে দীঘিনালা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ বলেন, পাহাড় কাঁটা সম্পূর্ণ নিষিদ্ধ জানার পরও অবৈধ ভাবে পাহাড় কাটার অভিযোগ শিকার করায় জমির মালিক বিষ্ণু চক্রবর্তীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা অনুয়ায়ী ১ লাখ ৫০হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ১ মাসের কারাদন্ড দেওয়া হয়।’
ইউএনও মোঃ মামুনুর রশীদ আরো বলেন, ‘অবৈধ ভাবে পাহাড় কাটা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’ ভবিষ্যৎতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :